ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইল পৌরসভায় দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
নড়াইল পৌরসভায় দুদকের অভিযান

ঢাকা: নড়াইলের মেয়র ও প্রশাসনিক কর্মকর্তাসহ অন্যান্যদের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে পৌরসভার অর্থ বাহক চেকের মাধ্যমে উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নড়াইল পৌরসভা, নড়াইল সদর, নড়াইলের মেয়র ও প্রশাসনিক কর্মকর্তাসহ অন্যান্যদের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে পৌরসভার অর্থ বাহক চেকের মাধ্যমে টাকা তুলে আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, যশোরের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাতের নেতৃত্বে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম। দুদক টিম সরেজমিনে পৌরসভা অফিস পরিদর্শন করে। এ সময় পৌরসভা দপ্তরে মেয়র, সচিব, প্রশাসনিক কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তা অনুপস্থিত থাকায় অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা সম্ভব হয়নি। দুদক টিম দায়িত্বপ্রাপ্তদের পরবর্তী কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট নথিপত্র সরবরাহ নির্দেশনা দিয়েছে। টিম ব্যাংক থেকে তথ্যসংগ্রহ করেছে এবং এ সংক্রান্ত অর্থ জমা ও উত্তোলনের সত্যতা পাওয়া গিয়েছে। সংশ্লিষ্ট নথিপত্র প্রাপ্তি সাপেক্ষে তথ্য-প্রমাণ যাচাইপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।

এদিকে ভোমরা স্থলবন্দর, সাতক্ষীরার উপপরিচালকের নামে বন্দরে ট্রাক লোডিং-আনলোডিং, গাড়ি পাকিং ও নাইট চার্জসহ অন্যান্য কাজে ঘুষ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে বৃহস্পতিবার অপর একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম। দুদক টিম সরেজমিনে ভোমরা স্থলবন্দর পরিদর্শন করে এবং অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপপরিচালকের সঙ্গে কথা বলে। তিনি দুদক টিমকে জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সরকার অনুমোদিত বিভিন্ন চার্জ আদায় আরম্ভ করেছেন যা নিয়ম থাকা শর্তেও পূর্বে আদায় করা হয়নি। অভিযানকালে দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও যাচাই করেছে। স্বচ্ছতা নিশ্চিতের জন্য দীর্ঘদিন ধরে বন্দরে কর্মরত কর্মচারীদের অন্যত্র বদলির সুপারিসসহ কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।

এছাড়া দুদক অভিযোগ কেন্দ্রে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য তিনটি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।