ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জয় বাংলা কোনো দলীয় স্লোগান নয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
জয় বাংলা কোনো দলীয় স্লোগান নয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: জয় বাংলা কোনো দলীয় স্লোগান নয়। এটা ছিল আমাদের রণধ্বনি।

এই স্লোগান দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। আজকে বিতর্কিত করার জন্য বলা হয় এটা আওয়ামী লীগের স্লোগান বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধায় পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আঞ্চিলক মুক্তিযোদ্ধা মহাসমাবেশের আয়োজন করা হয়।

মন্ত্রী আরও বলেন, জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের বাপ দাদার সম্পত্তি না, এটা হলো আমাদের সকলের সম্পত্তি। যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, যাদের স্বাধীনতার প্রতি আস্থা আছে। নিশ্চয় জয় বাংলা তাদের প্রাণের ধ্বনি, অন্তরের ধ্বনি। জয় বাংলা দিয়ে পাকিস্তানিদের আমরা পরাজিত করেছিলাম। আমরা বাংলাদেশ জিন্দাবাদ বলে যুদ্ধ করিনি।

আঞ্চিলক মুক্তিযোদ্ধা মহাসমাবেশে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩ , ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।