ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বলাৎকারের চেষ্টা, মাদরাসা শিক্ষকের বিশেষ অঙ্গ কাটলো ছাত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
বলাৎকারের চেষ্টা, মাদরাসা শিক্ষকের বিশেষ অঙ্গ কাটলো ছাত্র

ময়মনসিংহ: বলাৎকারের চেষ্টার অভিযোগে মো. আতাবুর রহমান (২৮) নামে মাদরাসার এক শিক্ষকের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে তারই একজন শিক্ষার্থী।

ময়মনসিংহের নান্দাইলে উপজেলার খারুয়া ইউনিয়নে বুধবার (০১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

আহত আতাবুর একই ইউনিয়নের বাসিন্দা।

এদিকে, এ ঘটনায় ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আহত শিক্ষক বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন।  

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) রাত ১০টার দিকে নান্দাইল থানায় এ ঘটনায় তাকে আসামি করে মামলা করেছেন আহত শিক্ষকের বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ।  

পুলিশ হেফাজতে থাকা ওই শিক্ষার্থীর দাবি, শিক্ষক আতাবুর রহমান বুধবার রাতে খাবারের দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যেতে চান ছাত্রকে। পরে পথে তিনি ছাত্রকে কাছে টেনে নিয়ে শরীরের বিভিন্ন অংশে হাত বোলাতে থাকেন। একপর্যায়ে বলাৎকারের চেষ্টা হলে ছাত্র পকেটে থাকা নেইল কাটারের সঙ্গে থাকা চাকু দিয়ে শিক্ষকের পুরুষাঙ্গে আঘাত করে সেখান থেকে নিজেকে রক্ষা করতে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। সে সময় স্থানীয়রা ওই ছাত্রকে ধরে পুলিশে সোপর্দ করে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, মামলার পর ওই মাদরাসা শিক্ষার্থীকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে। বলাৎকারের চেষ্টা অভিযুক্ত ওই শিক্ষক বর্তমানে মমেক হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।