ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস উদযাপন

ঢাকা: ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে। ১৯৯২ সাল থেকে জাতিসংঘ ঘোষিত এ দিবসটি বিশ্বব্যাপী পালন করা হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (০৩ ডিসেম্বর) দেশের বিভিন্ন জেলায় দিবসটি উদযাপন করা হচ্ছে। বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টেদের পাঠানো খবর:-

বান্দরবান: প্রতিবন্ধী দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। বান্দরবান জেলা প্রশাসন এবং জেলা সমাজ সেবা কার্যালয় এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।  

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, বান্দরবান সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মূহুরী, প্রতিবন্ধী কল্যাণ সংস্থার (প্রকস) নির্বাহী পরিচালক জর্জ ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়পুরহাট: প্রতিবন্ধী দিবস উপলক্ষে জয়পুরহাট সদর উপজেলা পরিষদের মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে ‘প্রতিবন্ধী সমাবেশ ও আলোচনা সভা’ হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইমাম হাসিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার পারভেজ। আরও বক্তব্য দেন জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহিউদ্দিন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী, সহ-সভাপতি রাজা চৌধুরী ও গোলাম হাক্কানী।

ফরিদপুর: ফরিদপুরে বতর্মানে ৩২ হাজার ৬৪০ জন প্রতিবন্ধী রয়েছে। এর মধ্যে ৩২ হাজার প্রতিবন্ধী সরকারের নিয়মিত প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। এছাড়া বাকিদেরও ভাতার আওতায় আনতে এ ব্যাপারে সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।  

দুপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.এস.এম আলী আহসানের সভাপতিত্বে বক্তব্য দেন- প্রফেসর এম.এ সামাদ, সাংবাদিক পান্না বালা, গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো, প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে বক্তব্য দেন কুদ্দুস, মিলি আক্তার, রাশিদুল। অনুষ্ঠানের শেষপর্বে প্রতিবন্ধী দিলীপ কুমার সরকারকে হুইল চেয়ার বিতরণ করা হয়।

খাগড়াছড়ি:

প্রতিবন্ধী দিবস উপলক্ষে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব হলরুমে এক আলোচনা সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংরুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা, পরিষদের সদস্য শাহিনা আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।