ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গলায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষিকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
গলায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষিকার প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাটারিচা‌লিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচি‌য়ে শুক্লা রানী সেন (৩৮) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলার মহারাজপুরে এ দুর্ঘটনা ঘটে।

শুক্লা রানী সেন মুকসুদপুর উপজেলার মহারাজপুর ক্লাস্টারের ১৮৭ নম্বর পশ্চিম লোহাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

শুক্লা রানী সেনের বাবা খোকন সেন বিষয়‌টি নিশ্চিত ক‌রে‌ছেন।

তিনি জানান, শুক্রবার বি‌কেল ৩টার দিকে তিন বছরের মেয়ে প্রাপ্তিকে ডাক্তার দেখানোর জন্য বনগ্রাম বাজার থেকে একটি ইজিবাইকে চড়ে মুকসুদপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় মহারাজপুর নামক স্থানে পৌঁছালে ইজিবাইকের চাকায় শুক্লার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে মুকসুদপুর সদর হাসপাতালের জরুরি বিভা‌গে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।