ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কামালপুরে আসছেন মন্ত্রী মোজাম্মেল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
কামালপুরে আসছেন মন্ত্রী মোজাম্মেল হক

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

কামালপুর মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।

এছাড়া ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি ও তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সিদ্দিকীও বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন।

এছাড়া সাবেক তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি ও জামালপুর সদর আসনের এমপি প্রকৌশলী মোজাফফর হোসেন অংশ নিবেন।

বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতি ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা মিলন মেলায় সভাপতিত্ব করবেন ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সিনিয়র সচিব জামালপুর উন্নয়ন কমিটির আহ্বায়ক ড. জাফর উদ্দীন ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের নির্বাহী সভাপতি মো. আব্দুল সামাদ।  

স্মৃতিমূলক আলোচনায় অংশ নিবেন কবি ও কথা সাহিত্যিক হারুন হাবিব। দুপুর ২টা থেকে মুল আলোচনা সভা শুরু হওয়ার কথা রয়েছে।

এছাড়া সারা দেশব্যাপী এই মিলন মেলায় জুম অ্যাপ আইডির মাধ্যমে সংযুক্ত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।