ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মুফাস্সেল (২৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে জেলা শহরের মেড্ডা এলাকার তিতাস নদীর পাড়ে গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুফাস্সেল সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি জেলা শহরের মেড্ডা এলাকায় বসবাস করছিলেন।

পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ফজর নামাজের সময় মুফাস্সেলকে এক ব্যক্তি ফোন দিলে ঘুম থেকে উঠে অটোরিকশা নিয়ে বের হন তিনি। ঘণ্টা-খানেক পরে মেড্ডার তিতাস নদীর পাড়ে একটি কড়ই গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরিবারের দাবী, তাকে ডেকে নিয়ে মেরে সেখানে ঝুলিয়ে রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।