ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সবুজবাগে চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
সবুজবাগে চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর সবুজবাগ কদমতলায় জহির মুন্সী (২৭) নামে এক চা বিক্রেতাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।
 
এর আগে শুক্রবার (০৩ ডিসেম্বর) দিনগত রাতে কদমতলা হক আবাসিক সোসাইটির মান্ডা খালের পাড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

এ বিষয়ে কথা হলে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, খবর পেয়ে শুক্রবার দিনগত রাতে হক সোসাইটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি জানান, নিহতের গলাসহ শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত রয়েছে। অজ্ঞাতনামা আসামিরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে।

স্বজনরা জানায়, চাঁদপুর সদর উপজেলার সাকুয়া গ্রামের মোকলেস মুন্সি ও জায়েদা দম্পতির ছেলে জহির মুন্সী। স্ত্রী পরিবার নিয়ে হক আবাসিক সোসাইটিতে থাকতেন তিনি। এলাকাতে চায়ের দোকান রয়েছে তার। ১ম স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গেলে গত ১৫ দিন আগে তিনি ২য় বিয়ে করেন। প্রথম সংসারে তার একটি সন্তান রয়েছে।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে নাজমুল (২৭) নামে এক যুবকসহ দু’জন তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছেন। ঘটনার পর নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।