ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবী হোসেন (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শনিবার (০৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাঠাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নবী হোসেন উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চরবসন্তী গ্রামের মৃত ফসির উদ্দিনের ছেলে।

জানা গেছে, পাঠাকাটা এলাকার ইমরান হোসেনের নতুন ভবনের ছাদ নির্মাণের জন্য রডের কাজ করছিলেন নির্মাণ শ্রমিক নবী হোসেন। শনিবার দুপুর দেড়টার দিকে রড ঝালাইয়ের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বাংলানিউজকে জানান, নির্মাণ শ্রমিক নবী হোসেনের মরদেহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।