ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

করতোয়ার পাড়ে নবজাতকের মাথা বিহীন মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
করতোয়ার পাড়ে নবজাতকের মাথা বিহীন মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীর পাড় থেকে মাথাবিহীন এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার কালিগঞ্জ এলাকায় করতোয়া নদীর খেয়াঘাটের পাশে বালু মহল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, শনিবার বিকেলে কালিগঞ্জ  খেয়াঘাট এলাকায় মাথাবিহীন নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে, নবজাতক শিশুটির মরদেহ কেউ ফেলে রেখে গেছে। এখন পর্যন্ত শিশুটির পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি  মামলা করেছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।