ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তাবলিগে আসা ১৫ জনকে অচেতন করে সর্বস্ব লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
তাবলিগে আসা ১৫ জনকে অচেতন করে সর্বস্ব লুট

পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুরে তাবলিগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বত্তরা।

রোববার (৫ ডিসেম্বর) ভোরের দিকে মহিপুর সদর ইউনিয়নের ইসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
পুলিশের তত্ত্বাবধানে ১৫ জনের মধ্যে আটজনকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সুস্থ আছেন। এ ঘটনায় স্বপ্রণোদিত হয়ে পুলিশ তদন্ত ও অভিযান চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে ঢাকা থেকে তাবলিগ জামাতের ১৫ সদস্য ওই মসজিদ ওঠেন। রাতের খাওয়া দাওয়া শেষ করে তারা ঘুমান। পরে আর কেউ ফজরের নামাজ পড়তে উঠতে পারেননি। তাদের সঙ্গে আনা মালপত্র, টাকা-পয়সাও গায়েব। তাদের ধারণা, দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছে।

মহিপুর থানার ওসি জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানা হয়েছে।

এর আগে ২৫ সেপ্টম্বর পটুয়াখালী শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে তাবলিগ জামাতের ১৩ সদস্যকে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।