ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
রায়পুরায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত ...

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আমানুল্লাহ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।  

রোববার (০৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার খানাবাড়ি রেলস্টেশনের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

আমানুল্লাহ উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্বপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, রোববার সকালে আমানুল্লাহ ধান ভাঙানোর মেশিনে অটো সংযুক্ত করে খানাবাড়ি থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। খানাবাড়ি রেলগেট এলাকা পার হওয়ার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন রেলওয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী বলেন, দুর্ঘটনার পরেই নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করে। এ ঘটনায় নিহতের স্বজনদের কোনো আপত্তি না থাকায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।