ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হাফ ভাড়ার দাবিতে বরিশালে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
হাফ ভাড়ার দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল: সব গণপরিবহনে শিক্ষার্থীদের সার্বক্ষণিক হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সড়কে মৃত মানুষের প্রতিকৃতি রেখে এই বিক্ষোভ সমাবেশ করে তারা।

একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দুপুর ১২টা থেকে দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ করে শিক্ষার্থীরা। দেড় ঘণ্টার সড়ক অবরোধে নগরীর মূল অংশে বেশ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থী আলিসা মুনতাজ জানায়, শিক্ষার্থীদের কাছ থেকে জোড় করে ফুল ভাড়া রাখা হচ্ছে, যেটা অনৈতিক। অবিলম্বে আমাদের দাবি না মানা হলে কঠোর আন্দোলনে নামব।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
এমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।