ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কম্পিউটার কম্পোজের দোকানে ভুয়া সনদের ব্যবসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
কম্পিউটার কম্পোজের দোকানে ভুয়া সনদের ব্যবসা

ঢাকা: এসএসসি, এইচএসসি কিংবা স্নাতকের সনদপত্র। জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্সও মিলে বিভিন্ন অঙ্কের টাকার বিনিময়ে।

দীর্ঘ প্রায় এক বছর ধরে ভুয়া সনদের ব্যবসা চালিয়ে আসা মূলহোতা সালাউদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।

এ সময় তার কাছ থেকে ১৭টি এসএসসি, এইচএসসি ও স্নাতক পাসের সনদপত্র, ১৫টি ভুয়া ট্রেড লাইলেন্স, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, চাকরির যোগদানপত্র ও দুটি কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করা হয়েছে।

আজাদ রহমান জানান, একটি চক্র প্রায় এক বছর ধরে খিলক্ষেত এলাকায় 'ওপেন টেলিকম' নাম দিয়ে একটি কম্পিউটার কম্পোজ ও স্টেশনারি দোকান খুলে ব্যবসার আড়ালে বিভিন্ন সরকারি ডকুমেন্টস জাল জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করে আসছে। চক্রের মূল হোতা সালাউদ্দিন ওই দোকান পরিচালনার আড়ালে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, স্নাতক সনদপত্রসহ এনআইডি, নিয়োগপত্র, ট্রেড লাইসেন্স প্রস্তুত করে টাকার বিনিময়ে সরবরাহ করতেন।

গ্রেফতার সালাউদ্দিনের নামে খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।