ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তিস্তা পাড়ের উন্নয়নে ৮৫০০ কোটি টাকার কাজ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
তিস্তা পাড়ের উন্নয়নে ৮৫০০ কোটি টাকার কাজ চলছে

ঢাকা: তিস্তা নদীর দুই ধারে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (০৫ ডিসেম্বর) ঢাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতি (আরডিজেএ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আরডিজেএর প্রয়াত সদস্যের সন্তানদের বৃত্তি প্রদান করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের রংপুর অঞ্চল একসময় পিছিয়ে ছিল। এখন আর পিছিয়ে নেই। দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। রংপুরের উন্নয়ন এখন দৃশ্যমান। সেখানে দ্রতগতিতে পাইপে গ্যাস সরবরাহের কাজ চলছে। অল্প সময়ের মধ্যে তা শেষ হবে।

তিনি বলেন, রংপুরে শিল্প-কলকারখানা গড়ে তোলা হচ্ছে। উত্তরপূর্ব ভারত থেকে নদীপথে মালামাল আনা নেওয়ার জন্য বন্দর গড়ে তোলা হয়েছে। জলযান চলাচলের সুবিধার জন্য নদীর নাব্যতা বাড়ানো হচ্ছে। কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কাজ চলছে, সংসদে এ সংক্রান্ত বিল পাস করা হয়েছে। সৈয়দপুরকে আমরা আঞ্চলিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছি। ভূটান ও নেপাল এই বিমানবন্দর ব্যবহার করবে। প্রতিদিন সৈয়দপুরে ১৫-১৬টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এতে বোঝা যাচ্ছে, এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে।

মন্ত্রী বলেন, রংপুরের মানুষ সাধারণ হয়েও অনেক অসাধারণ কাজ করছে। একসময় রংপুরের মানুষকে ছোট করে দেখা হতো। এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে। সবাই এখন রংপুরের মানুষের প্রশংসা করে। রংপুরে এখন মঙ্গা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকা অবস্থায় রংপুর সফর করেছিলেন। তখন তিনি বলেছিলেন, আমরা ক্ষমতায় গেলে রংপুরের মঙ্গা শেষ করবো। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে আজ তাই হয়েছে।

টিপু মুনশি বলেন, প্রয়াত সাংবাদিকদের সন্তানদের বৃত্তি দেওয়া একটি মহৎ কাজ। চলমান প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা মানবিক দিক ভুলে যাই। আপনারা প্রয়াত সহকর্মীদের স্মরণ রেখেছেন, তাদের সন্তানদের নিয়ে চিন্তা করছেন এটি বিশাল একটি কাজ।

আরডিজেএর সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, নাজমুল হক সরকার, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫,২০২১
জিসিজি/এনএসআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।