ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
উল্লাপাড়ায় মাদক বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মো. জিয়াদুল হক ওরফে কাজল (৪৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্বদেলুয়া মধ্যপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক জিয়াদুল হক ওরফে কাজল একই উপজেলার পূর্ণিমাগাঁতী পশ্চিমপাড়া গ্রামের মৃত গোলাম রসুল তালুকদারের ছেলে।

রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১২ এর  এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার এরং মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব দেলুয়া মধ্যপাড়া জামে মসজিদের কাছে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান চালিয়ে কাজল নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, জিয়াদুল হক ওরফে কাজল দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।