ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

এমপিও জালিয়াতির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
এমপিও জালিয়াতির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ে এমপিও জালিয়াতির অভিযোগ এনে দায়ের করা মামলায় ধনেশ্বর বর্মন নামে এক স্কুলের প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মামলার বাদীপক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম হাবিব বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এর আগে একই দিন দুপুরে উভয়পক্ষের শুনানি শেষে পঞ্চগড় আমলী আদালত পঞ্চগড়-১ এর বিচারক হুমায়ুন কবির সরকার এ আদেশ দেন।

ধনেশ্বর বর্মন পঞ্চগড় সদর উপজেলার বজরা পাড়া নতুনহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একই এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, রওশনুজ্জামান নামে এক ব্যক্তি বাদী হয়ে প্রধান শিক্ষক ধনেশ্বর বর্মনসহ ওই বিদ্যালয়ের শিক্ষক গীতারানী রায় চৌধুরী ও সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র তৈরি করার অভিযোগ তুলে আদালতে এমপিও জালিয়াতির মামলা করেন।

আইনজীবী হাবিবুল ইসলাম হাবিব বাংলানিউজকে বলেন, দীর্ঘ তদন্তের পর আদালত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। এর পর রোববার ধার্য তারিখে আসামিরা জামিন আবেদন করলে আদালত গীতারানী রায় চৌধুরী ও তোফাজ্জল হোসেনকে জামিন দিলেও প্রধান শিক্ষক ধনেশ্বর বর্মনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।