ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জ-পটুয়াখালী-বরিশাল এক্সচেঞ্জে টেলিফোন নম্বর পরিবর্তন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
গোপালগঞ্জ-পটুয়াখালী-বরিশাল এক্সচেঞ্জে টেলিফোন নম্বর পরিবর্তন

ঢাকা: উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জ, পটুয়াখালী ও বরিশাল এক্সচেঞ্জের পুরাতন টেলিফোন নম্বরগুলো বিটিসিএল-এর এমওটিএন প্রকল্পের মাধ্যমে স্থাপিত এক্সচেঞ্জের ১১ ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে।

গোপালগঞ্জ এক্সচেঞ্জের আওতাধীন শিবচর, পটুয়াখালী এক্সচেঞ্জের আওতাধীন গলাচিপা, পাথরঘাটা ও বরিশাল এক্সচেঞ্জের আওতাধীন পিরোজপুর, উজিরপুর, বানাড়িপাড়া, গৌরনদী, আগৈলঝাড়া, ভান্ডারিয়া, ইন্দুরকানি, স্বরুপকাঠি, বাবুগঞ্জ এবং বাকেরগঞ্জে টেলিফোন নম্বর পরিবর্তন করা হচ্ছে।

গ্রাহকবৃন্দের পুরাতন ও নতুন নম্বরসমূহের তালিকা বিটিসিএলের ওয়েবসাইটে (www.btcl.gov.bd) দেওয়া আছে।

রোববার (০৫ ডিসেম্বর) বিটিসিএলের জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানান, নম্বর পরিবর্তনের সাথে সাথে গ্রাহককে নতুন নম্বরটি ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গ্রাহকরা নম্বর পরিবর্তন বিষয়ে তথ্য জানতে চাইলে যেকোনো সময় বিটিসিএলের কল সেন্টার ‘১৬৪০২’ তে ফোন করতে পারেন অথবা অফিস সময়ে গোপালগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জের জন্য ০২৪৭৮৮২১২৫৯ অথবা ০২৪৭৮৮১০২১০, পটুয়াখালী টেলিফোন এক্সচেঞ্জের জন্য ০২৪৭৮৮৮০০০০ অথবা ০২৪৭৮৮৮০০০১ এবং বরিশাল টেলিফোন এক্সচেঞ্জের ০৪৩১৬২০০০ অথবা ০৪৬১৬৩১০০ নম্বরে ফোন করতে পারবেন।

বিটিসিএলর যেকোনো নম্বর থেকে কিংবা মোবাইল থেকে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। তবে বাংলাদেশের বাইরে থেকে পরিবর্তিত নম্বরে কল করতে হলে ওই ১১ ডিজিটের সাথে ‘৮৮’ যুক্ত করে ১৩টি ডিজিট চাপতে হবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।