ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় মন্দির থেকে শিবলিঙ্গসহ ২৯টি শিলা পাথর চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
পাবনায় মন্দির থেকে শিবলিঙ্গসহ ২৯টি শিলা পাথর চুরি

পাবনা: পাবনার চাটমোহরে একটি মন্দিরের জানালা ভেঙে বেশকিছু নারায়ণ শিলাসহ শিবলিঙ্গ চুরির ঘটনা ঘটেছে।  

খবর পেয়ে রোববার (০৫ ডিসেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের রক্ষণাবেক্ষণকারী মৃত জীবন ঠাকুরের স্ত্রী প্রভাতী অধিকারী বলেন, তাদের বাড়ির উঠানে ব্যক্তিগত উদ্যোগে নির্মিত গৌরাঙ্গ মহাপ্রভুর এই মন্দির। শনিবার রাত ৮টায় দিকে মন্দিরে পাঠ কীর্তন অনুষ্ঠিত হয়। আরতী শেষে ভক্তরা যার যার বাড়িতে চলে যান। রোববার ভোরে মন্দিরের পূজার জন্য ফুল তুলতে গিয়ে তিনি মন্দিরের জানালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে মন্দিরের পূজা আর্চনার সকল মূল্যবান জিনিসপত্র চুরির বিষয়টি নিশ্চিত হন।

তিনি জানান, চোরের দল চারটি কষ্টি পাথরসহ ২৯টি নারায়ন শিলা পাথর, একটি শিবলিঙ্গ, দু’টি পিতলের আসন ও একটি কাঠের আসন চুরি করে নিয়ে গেছে। পরে চুরির বিষয়টি স্থানীয় পুলিশকে জানান তারা।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তারপরও প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।