ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ফটো

বগুড়া: বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাজার এলাকায় বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৬ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নজরুল বগুড়া সদর উপজেলার ছিলিমপুর উত্তরপাড়া এলাকার মৃত মমতাজ মহুরীর ছেলে। তিনি আদমদীঘি উপজেলার কুণ্ডগ্রাম ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, সকালে নজরুল তার সহকর্মী আইনুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে করে অফিসের দিকে যাচ্ছিলেন। তারা চারমাথা পেরিয়ে এরুলিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পেছন বসা নজরুল মহাসড়কে ছিটকে পড়ে যান এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমকে) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আইনুর রহমান সামান্য আঘাত পেয়েছেন।

ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) শাহীম হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।