ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
কেরানীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে হরে কৃষ্ণ বিশ্বাস (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘৈর এলাকায় নিহতের নিজ বাসভবন থেকে মরদেহটি উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

কৃষ্ণ দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাঘৈর গ্রামের মৃত পান্ডব বিশ্বাসের ছেলে। তিনি মোটর মেকানি হিসেবে কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ঘরের বাইরে থেকে তার মা ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখা যায় কৃষ্ণা বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে সে রাতের কোনো এক সময় আত্মহত্যা করেছেন। এ সময় তার স্ত্রী-সন্তান তার শশুড় বাড়িতে ছিলো।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।