ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, ১০ বিদেশিসহ উদ্ধার ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, ১০ বিদেশিসহ উদ্ধার ১২

পটুয়াখালী: পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে বেলজিয়াম ভিত্তিকিএকটি কোম্পানির সার্ভে জাহাজ 'এক্সপ্রেস -৫৪' ডুবির ঘটনা ঘটেছে।

সোমবার (৬ নভেম্বর) ভোর রাত ৪টায় জাহাজ ডুবির এ ঘটনা ঘটে।

সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ক্যাপটেন এসএম শরিফুর রহমান।

 এ সময় ওই জাহাজের ইন্দোনিশিয়ার ১০ নাগরিক ও ২ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কতৃপক্ষ।       

পায়রা বন্দরের ক্যাপটেন এসএম শরিফুর রহমান বলেন,  সোমবার ভোর রাত ৪টার দিকে  পয়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে বেলজিয়াম ভিত্তিক কোম্পানির সার্ভে এক্সপ্রেস ৫৪ নামে একটি জাহাজ ডুবে যায়। এতে ইন্দনেশিয়ার ১০ নাগরিক ও ২ বাংলাদেশিসহ মোট ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। যেখানে জাহাজ ডুবেছে তাতে পায়রা বন্দরে চলাচলে কোনো সমস্যা নেই।    এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।