ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসে চিত্র প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
সাতক্ষীরায় বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসে চিত্র প্রদর্শনী ...

সাতক্ষীরা: সাতক্ষীরায় বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সাতক্ষীরা শহরের পাকাপুল মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ভারত সরকার কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এই প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেস কুমার রায়না।

এসময় আরও উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ, নৌ কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ প্রমুখ।

প্রদর্শনীতে মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা সমৃদ্ধ উল্লেখযোগ্য চিত্রসমূহ স্থান পায়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।