ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
সিরাজগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় ট্রাকচাপায় রোমান (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের মালশাপাড়া এলাকার একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান ওই এলাকায় আজিমের ছেলে।

স্থানীয়রা জানান, চর মালশাপাড়া তিন নম্বর ক্রসবারের পূর্ব পাশের ময়দানে তিন দিনব্যাপী রাজশাহী বিভাগীয় জোড় ইজতেমার শেষ দিন ছিল ০৭ ডিসেম্বর। জোড় ময়দান থেকে মালামাল সরিয়ে নেওয়ার জন্য ট্রাকটি আসছিল। এ সময় ওই ট্রাকটির পেছনে ঝুলতে থাকে শিশু রোমান। একপর্যায়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দয়াল ব্যানার্জি বাংলানিউজকে জানান, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।