ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যুক্তরাজ্যের ছায়া মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
যুক্তরাজ্যের ছায়া মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ রেজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন।  

প্রায় ছয় বছর ধরে শ্যাডো আর্লি ইয়ার মিনিস্টারের দায়িত্ব পালনের পর তিনি এই দায়িত্ব পেলেন।

সূত্র: বাসস

এক টুইটবার্তায় টিউলিপ যুক্তরাজ্যের শ্যাডো ইকোনমিক সেক্রেটারির দায়িত্ব পেয়ে আনন্দিত বলে জানিয়েছেন।

শ্যাডো চ্যান্সেলর রাচেল রিভস এমপির টিমে নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তিনি মুখিয়ে আছেন বলেও জানান।  

টিউলিপ বলেন, ‘লেবার পার্টির সম্মুখ সারিতে থাকার সুবিধা আমি পেয়েছি। শিশুদের জীবন গঠনে প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ এবং যারা এ শিক্ষা দিচ্ছেন তাঁদের যথাযথ স্বীকৃতি ও সমর্থন করার জন্য লড়াই করা আমি কখনোই বন্ধ করব না। ছায়ামন্ত্রী হিসেবে আমি দুর্বল শিশুদের জন্য আরো ভালো সহায়তা দিতে লড়াই করেছি, সেসব শিশুর দেখাশোনা করেছি এবং বিনা মূল্যে স্কুলের খাবার সরবরাহ করেছি। ’

যেসব প্রচারক ও সংগঠন তাকে এই কাজে সহযোগিতা করেছে তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান।  

টিউলিপ বলেন, ‘আমি জানি, আমার উত্তরসূরিরা শিশুদের জন্য এবং যারা তাদের সমর্থনে কাজ করছেন, তাদের জন্য কাজ করবেন, আমি তাদের ও নতুন ছায়া শিক্ষাসচিবকে শুভেচ্ছা জানাই। ’ 

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।