ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পৃথিবীতে পুঁজিবাদের সর্বশেষ সঙ্কট চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
পৃথিবীতে পুঁজিবাদের সর্বশেষ সঙ্কট চলছে বক্তব্য রাখছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

ঢাকা: পৃথিবীতে বর্তমান সময়ে পুঁজিবাদের সর্বশেষ সঙ্কট চলছে বলে উল্লেখ করেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা একটা অস্বাভাবিক সময়ের মধ্যে আছি। এখন পৃথিবী চরম সঙ্কটের মধ্য দিয়ে চলছে। এটা করোনা ভাইরাসের সঙ্কট নয়। এটা পুঁজিবাদের সর্বশেষ সঙ্কট। এখন মানুষের সভ্যতা ও সাম্যের প্রশ্ন এসেছে। মানুষ কি এই পুরনো ব্যবস্থাকে রক্ষা করবে? ব্যক্তি মালিকানার পৃথিবীর যে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস সে ইতিহাসকে প্রলম্বিত করবে? এটা বোঝা গেছে এ পথে পৃথিবীর ধ্বংস অনিবার্য।

তিনি বলেন, এখন মানুষকে বলা হচ্ছে অসামাজিক হও এবং মানুষকে বাঁচার জন্য অসামাজিক হতে হচ্ছে। অন্য মানুষদের থেকে দূরে থাকতে হচ্ছে, মুখোশ পড়তে হচ্ছে, পরিচয় নিশ্চিহ্ন করতে হচ্ছে। আদিম যুগের অসহায় ও একাকিত্ব এবং ভীতির যুগে আমাদের ঠেলে দিচ্ছে এই পুঁজিবাদ।

পুজিবাদের সঙ্কট প্রসঙ্গে তিনি আরও বলেন, মওলানা আব্দুল হামিদ খান যখন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলেছেন তখন তিনি জানতেন এর ভিতরে পুঁজিবাদ রয়েছে। বর্তমান পৃথিবীতে পুঁজিবাদের চরম সঙ্কট, ফ্যাসিবাদের সঙ্কট দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে মানুষ এই গ্রহতে বসবাস করতে পারবে কিনা? শুধু মানুষ নয়, কোন প্রাণী বসবাস করতে পারবে না। কারণ এই গ্রহের প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। আর এসবের পেছনে রয়েছে পুঁজিবাদ। মওলানা এজন্যই পুঁজিবাদের বিরুদ্ধে ছিলেন।

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এখন পুঁজিবাদবিরোধী আন্দোলন হচ্ছে এবং প্রত্যেক দেশেই এটা হবে। এই আন্দোলনে মানুষের ভবিষ্যত নির্ভর করছে। পুরনো ব্যক্তি মালিকানার পৃথিবী সেটাকে বদলে আমরা সামাজিক মালিকানার পৃথিবীতে যেতে পারছি না। এই সামাজিক মালিকানার আন্দোলনে ছিলেন ভাসানী। আমরা যতই সামাজিক আন্দোলনের কাছে যেতে পারব, তত দ্রুত আমরা মুক্তির দিকে ধাবিত হবে। ভাসানীর স্বপ্ন ছিল রাষ্ট্রের সামাজিক মালিকানা। রাষ্ট্র হবে কতিপয়ের নয়, সব মানুষের।

ঢাকা মহানগর ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক হাবীবুর রহমান রিজুর পরিচালনায় এবং ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক আসিফ নজরুল, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, মেজর (অব.) মো. হানিফ, 'হক কথা' পত্রিকার সম্পাদক ইরফান বারী, ৬৯-এর শহীদ আসাদের ছোট ভাই ডা. নূরুজ্জামান, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য আক্তার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
আরকেআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।