ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সবার ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: খাদ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
সবার ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: খাদ্যমন্ত্রী

নওগাঁ: শুধু ক্ষুদ্রনৃগোষ্ঠী নয় সবার ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম-বর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে।

শেখ হাসিনার সরকার সেটাই নিশ্চিত করে চলেছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নতজাতের বকনা গরু ও গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা চিন্তা করে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এরমধ্যে এটি একটি অন্যতম। এই প্রকল্পের আওতায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তাই সরকারের এসব প্রণোদনা কাজে লাগাতে হবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক উত্তম কুমার দাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিন মনোয়ারা হক, নিয়ামতপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, উপ-প্রকল্প পরিচালক আনোয়ার সাহাদতসহ প্রমুখ বক্তব্য দেন।

পরে প্রধান অতিথি ১৪০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে উন্নত জাতের বকনা গরু ও গো-খাদ্য বিতরণ করেন। পরে মন্ত্রী রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভায় যোগ দেন ও এর আগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।