ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্মাণে সহযোগী আমিন মোহাম্মদ গ্রুপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্মাণে সহযোগী আমিন মোহাম্মদ গ্রুপ ...

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের সঙ্গে যুক্ত হয়েছে দেশের শীর্ষ আবাসন নির্মাণ প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ।

সুদীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এ প্রতিষ্ঠানের হাত ধরেই তৃতীয় টার্মিনালের একটি অংশের কাজ সম্পন্ন হবে।

এ জন্য তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিমের (এডিসি) সঙ্গে চুক্তিবদ্ধ হয় আমিন মোহাম্মদ গ্রুপ।

সম্প্রতি তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের পরিচালক কিয়ংজু কাং ও আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের নির্বাহী পরিচালক (অপারেশন্স) মোহাম্মদ তানভীরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ বলেন, উন্নত ও আধুনিক বিশ্বের মতো করেই আমাদের তৃতীয় টার্মিনাল নির্মিত হতে যাচ্ছে। অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা সম্বলিত এ এয়ারপোর্ট হবে এশিয়ার সেরা।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কয়েকটি খাতে বেশ কিছু মেগা প্রজেক্টেও কাজ চলছে। এয়ারপোর্টের তৃতীয় টার্মিনালও এর একটি অংশ। আমিন মোহাম্মদ গ্রুপ সর্বোচ্চ দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে এ প্রকল্পের কাজ সম্পন্ন করতে সচেষ্ট থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।