ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজের পিএইসএ ভবনের অডিটোরিয়ামে আলোকচিত্রী প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

'আলোকচিত্রীর চোখে ১৯৭১ এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান এবং ঐতিহাসিক স্থাপনাসমূহ' এই প্রতিবাদ্যকে সামনে রেখে পুরস্কার বিতরণী ও প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পিএইচপিসি বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতার চীফ জাজ হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন হাসান সাইফুদ্দিন। এ প্রতিযোগিতায় ২৯ জন বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে বিজয়ী ৮ জনকে ১০ হাজার টাকা ও অনারেবল মেনশন ও বাকি ২১ জনকে ২ হাজার টাকা করে প্রাইজ মানিসহ সবাইকে একটি করে সনদপত্র দেওয়া হয়।

আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু ও মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) ডা. সিতারা বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন গণস্বাস্থ্য রেজিস্ট্রার ড. এস তাসদ্দেক আহমেদ, গণ স্বাস্থ্যকেন্দ্রের মনিটরিং এন্ড ইভালুয়েশন ডিপার্টমেন্টের পরিচালক ডা. তারিকুল ইসলাম, বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি আশফাক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মো. রাকিবুল হাসান, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজের ফটোগ্রাফি ক্লাবের সভাপতি মো. আরিফ ইসতিয়াক প্রমুখ।

প্রসঙ্গত, গত ১ মার্চে এই আলোকচিত্র আয়োজন শুরু হয়। ৩১ অক্টোবর পর্যন্ত চলে ছবি জমা নেওয়া। ৪ সদস্য বিশিষ্ট জুরি প্যানেল গঠিত হয় ২০ নভেম্বর। ৩০ নভেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।