ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ইয়াবাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
বান্দরবানে ইয়াবাসহ আটক ৩

বান্দরবান: বান্দরবান সদর উপজেলার লেমুঝিড়ি আগাপাড়া থেকে ৬০০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান অধিদপ্তর।

আটকরা হলেন- শান্তিময় তংচঙ্গা, ক্যাথে চাকমা, ক্যালায়ে চাকমা।

সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. আফজাল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সহকারী উপ-পরিদর্শক রিংগো চাকমা, মো. মুর্তজা, রবিউল হাসনাত, মো. মুকুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।      

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ৬শ’ পিস ইয়াবাসহ ৩ যুবককে সদর থানায় হস্তান্তর করেছে বান্দরবান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয়ে চলমান মাদকদ্রব্য আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।