ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সারের উৎপাদন বাড়াতে জোর দিচ্ছে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সারের উৎপাদন বাড়াতে জোর দিচ্ছে সরকার ...

নরসিংদী: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারের উৎপাদন বাড়াতে জোর দিচ্ছে সরকার।  

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলায় ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প’ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশে বছরে ইউরিয়া সারের চাহিদা প্রায় ২৬ লাখ মেট্রিক টন। এর মধ্যে আমদানি করতে হয় প্রায় ১৬ লাখ মেট্রিক টন। আমদানি নির্ভরতা কমানো ও উৎপাদন বৃদ্ধির জন্য নরসিংদীর পলাশ ও ঘোড়াশাল সার কারখানাকে একত্রিত করে ইউরিয়া সার উৎপাদনে নতুন এ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এ পর্যন্ত প্রকল্পের শতকরা ৫৩ ভাগ কাজ শেষ হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই নির্ধারিত প্রকল্পটি উৎপাদনের যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কারখানাটি উৎপাদনে এলে বাংলাদেশের অগ্রযাত্রায় বিরাট ভূমিকা রাখবে। কারখানাটি স্থাপিত হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি সার আমদানির ওপর নির্ভরতা হ্রাস পাবে। কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা বাড়বে এবং দেশে কর্মসংস্থানের সুযোগ হবে।

মন্ত্রী আরও বলেন, সারের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের সুবিধায় সরকারি সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে ডিলার পর্যায়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী।

‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প’ এর প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিকের সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন- পলাশের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও বিসিআইসি চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ, পলাশের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা আফসানা চৌধুরী, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।