ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
কুমিল্লায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণে বসতঘরে লাগা আগুনে পুড়ে আজমীর নামে তিন বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজমীর কাঠমিস্ত্রি আবু তাহেরের ছেলে।

সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আজমীরের চাচা আবু কালাম জানান, বিকেলে আমরা সবাই বাইরে আড্ডা দিচ্ছিলাম। এসময় হঠাৎ আবু তাহেরের ঘরে আগুন লাগে। নিমেষেই ঘরটি পুড়ে যায়। এরপর থেকে শিশু আজমীর নিখোঁজ হয়। পরে ঘরে খুঁজে দেখি চালের ড্রামের সঙ্গে পুড়ে ছাই হয়ে আছে সে।

তিনি আরও বলেন, আজমীর বাইরে খেলা করছিল। আমরা সবাই বাইরেই ছিলাম। আজমীর কখন ঘরে ঢুকেছিল আমরা টের পাইনি।  

সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা শুভাশীষ ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছন।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।