ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে স্পিনিং মিলে আগুন: শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
গাজীপুরে স্পিনিং মিলে আগুন: শ্রমিকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া শ্রমিকের মৃত্যু হয়েছে।  

রোববার (১২ ডিসেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢাসেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয়।

নিহত ওই শ্রমিক হলেন মুন্সিগঞ্জের লৌহজং থানার যশোরদিয়া এলাকার ওহাব বেপারির ছেলে মো. মোতালেব বেপারি (৪০)। তিনি সফিপুর এলাকায় মালেক স্পিনিং মিলের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টর প্রধান হিসেবে কর্মরত ছিলেন।  

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোতালেব বেপারি দীর্ঘদিন ধরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলারার খালিয়ারচালা এলাকায় সপরিবারে বসবাস করতেন। গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় সফিপুর মালেক স্পিনিং মিলে তুলার গুদামে আগুন লাগে। এ আগুনে মোতালেবসহ কয়েকজন শ্রমিক আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। একপর্যায়ে মোতালেব আগুনে দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি দেখে ওই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। পরে শেখ হাসিনা বার্ন ইউনিটে ৩ দিন চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।  

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, আগুনে দগ্ধ ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১ 
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।