ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ৯ ডাকাত গ্রেফতার 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
কেরানীগঞ্জে ৯ ডাকাত গ্রেফতার 

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের নয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  

ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ যৌথভাবে ঢাকা জেলা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

অভিযানে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলার ও অন্যান্য মালপত্র উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ নভেম্বর দিনগত রাত আড়াইটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার নতুন সোনাকান্দা গ্রামের বেলায়েত হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এসময় ডাকাত দল বাড়ির সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে মারধর করে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।  

এ ঘটনায় করা মামলার আসামিদের ধরতে মাঠে নামে ডিবি ও থানা পুলিশের যৌথ একটি দল।

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে ডাকাত মনির ওরফে ছোট মনিরকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের প্রধান আনোয়ার হোসেন ফকুসহ দলের সদস্য মীর্জন খালাসি, রহুল আমিন, মজিবুর ওরফে টিক্কা ও রাকিবকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মোতাবেক ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রলার ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তারা নদী পথে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলেন। গ্রেফতারকৃত প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২১ নভেম্বর রাত ৯টার দিকে ঢাকার নবাবগঞ্জ থানার পাইকশা গ্রামে নবাবগঞ্জ-দোহার সড়কে মো. রহমত উল্লাহর পিকআপ ভ্যান আটকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে নগদ টাকা, মোবাইল, কাপড়সহ বিভিন্ন মালামাল ডাকাতি করে নিয়ে যায় একদল ডাকাত। ঘটনার সঙ্গে জড়িত ডাকাত আজিজ, বিপ্লব জমাদ্দার ওরফে বেলায়েত ও মুন্নাকে গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার করেরগাঁও এলাকায় একাধিক অপরাধ সংঘটনের কথা স্বীকার করেন। পাশাপাশি একই থানার একাধিক মামলায় সরাসরি জড়িত বলে স্বীকার করেন। ডাকাতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করার জন্য অভিযান অব্যাহত আছে বলেও এসময় জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।