ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জলবায়ুর প্রভাব মোকাবিলায় কার্যক্রম নিতে সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
জলবায়ুর প্রভাব মোকাবিলায় কার্যক্রম নিতে সুপারিশ

ঢাকা: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম নেওয়া এবং তা বাস্তবায়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (১২ ডিসেম্বর) জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, হাফিজ আহমদ মজুমদার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, পনির উদ্দিন আহমেদ, ফেরদৌসী ইসলাম এবং মোকাব্বির খান অংশ নেন।

বৈঠকে ৬ষ্ঠ সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিরোধ সক্ষমতা, সমন্বিত কার্যক্রম ও বাস্তবায়নের উপায় সম্পর্কে আলোচনা করা হয়।

জলমহালের সীমানা নির্ধারণ, জলমহালের মালিকানা, জলমহালের ইজারা দেওয়ার বিষয়গুলো নিয়ে ভূমি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করার সুপারিশ করা হয়।

কমিটি বিসিএস (তথ্য) ক্যাডারভুক্ত বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের পদোন্নতি জট নিরসনে ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদ উন্নীতকরণ/সৃজনের কার্যক্রম দ্রুত শেষ করে আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি, সমন্বিত কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সুন্দর ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।