ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘সবাই মিলে দস্যুতা নির্মূল করবো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
‘সবাই মিলে দস্যুতা নির্মূল করবো’

বরগুনার পাথরঘাটা থেকে: বরিশাল, বরগুনা ও পাথরঘাটা সমুদ্র উপকূলীয় অঞ্চলে দস্যুতা নির্মূলের কাজটি শুধুমাত্র একা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নয়, সেটা সবার দায়িত্ব বলে উল্লেখ করেছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-অপারেশন) কর্নেল কে এম আজাদ।

রোববার (১২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ কার্যালয়ের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

‘বাংলাদেশ আমার অহংকার’-স্লোগানে উজ্জীবিত র‍্যাব-৮ এর আয়োজনে বরগুনার পাথরঘাটা উপজেলায় ‘উপকূলীয় জীবন ও জীবিকার নিরাপত্তা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‘দস্যুতা করলে করবে ভুল, জড়িতরা হবে নির্মূল’- স্লোগান দিয়ে কর্নেল কে এম আজাদ বলেন, এ মতবিনিময় সভায় আমরা যারা উপস্থিত হয়েছি, তারা সবাই মিলে একটি বিশাল শক্তি। যদি আমরা সবাই একত্রিত হয়ে দৃঢ় হস্তে কাজ করি তবেই আমরা এ যুদ্ধে সফল হবো।

দস্যু বা দস্যুতা খুব ক্ষুদ্র একটি জিনিস উল্লেখ করে তিনি বলেন, আমাদের সবার শক্তির কাছে দস্যুতা অতি নগণ্য। এটা বোঝাতে হবে কাজের মাধ্যমে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, স্থানীয় যারা আছেন তাদের একটাই কাজ। আপনারা তথ্য দিন। আর আমাদের কাজ যারা এ দস্যুতার সঙ্গে জড়িত থাকবে তাদের নির্মূল করা। আমি মনে করি, আমরা এক থাকলে দস্যুতা কোনোভাবেই মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।

কর্নেল কে এম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। এছাড়া স্থানীয় মৎস্যজীবীদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এদিকে মতবিনিময় সভায় র‍্যাবের পক্ষ থেকে ৮ জেলে পরিবারের মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা সহায়তা করা হয়। তাদের মধ্যে নিহত জেলে মুসা মিয়ার স্ত্রী মোসাম্মৎ তাজিনুর বেগমকে ১ লাখ ও বাবুল ফকির, কামাল, জামাল, হেলাল উদ্দিন, সেলিম সরদার, সাইফুল ইসলাম, লোকমান খানকে প্রত্যেককে ১০ হাজার অর্থ সহায়তা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।