ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এদের একজন ট্রলি চালক এবং অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

রোববার (১২ ডিসেম্বর) সকালে ও সন্ধ্যায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের একজন ট্রলিচালক উপজেলার জালমাছমারি এলাকার মৃত রুস্তম আলীর ছেলে আমিনুল ইসলাম (৪৮)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বাংলানিউজকে জানান, রোববার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি বাজারে সোনামসজিদ থেকে ছেড়ে আসা পাথরভর্তি একটি ট্রাক একজন অজ্ঞাত সাইকেল আরোহী রাস্তা পার হওয়ার সময় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই সাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত ব্যক্তির কোমরের উপরের অংশ বিকৃত হয়ে যাওয়ায় এখনও নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

অপরদিকে, সকালে উপজেলার পিঠালীতলায় আমিনুল ইসলাম নিজের ট্রলি নিয়ে ক্ষেতে যাচ্ছিলেন। এ সময় ট্রলি নিয়ন্ত্রণ না রাখতে পেরে, ট্রলি থেকে ছিটকে পড়ে যান। তখন বুকে আঘাত পেয়ে আমিনুল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।