ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের কল্যাণেই স্বাধীন হয়েছে এই দেশ। বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে।

রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের বাহারছড়া গোলচত্বর মাঠে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আয়োজিত আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১২ ডিসেম্বর কক্সবাজার হানাদারমুক্ত দিবস উপলক্ষে এই বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে চলছে। সরকার বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছে। শুধু জীবদ্দশায় নয়, একজন বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পরেও যথাযোগ্য সম্মান দেওয়া হচ্ছে।  

অনুষ্ঠানে কক্সবাজারের বাহারছড়ার গোলচত্বর মাঠটিকে মুক্তিযোদ্ধা মাঠ হিসেবে ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাসহ সবাইকে শপথবাক্য পাঠ করান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।