ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দুই খুনের ঘটনায় ৩৬ জনকে আসামি করে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
দুই খুনের ঘটনায় ৩৬ জনকে আসামি করে মামলা ময়মনসিংহের মানচিত্র

ময়মনসিংহ: ময়মনসিংহে ওয়াজ মাহফিল নিয়ে দ্বন্দ্বে দুই ভাই নিহত হওয়ার ঘটনায় সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়িদকে প্রধান আসামি করে ৩৬ জনের নামে মামলা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) রাতে নিহতদের বাবা আলী আকবর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গত শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চর সিরতা ইউনিয়নে ওয়াজ মাহফিল ও জমি নিয়ে রফিকুল ইসলাম ও তার ভাই সফিকুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রফিকুলের মৃত্যু হয়।

তবে সফিকুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সফিকুলও মারা যান।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।