ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বটিয়াঘাটায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
বটিয়াঘাটায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা প্রতীকী ছবি

খুলনা: খুলনার বটিয়াঘাটার সদর ইউনিয়নের হাটবাটি গ্রামে ঘুমন্ত অবস্থায় তিলোত্তমা মন্ডল পুতুল (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১২ ডিসেম্বর) দিনগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

তিলোত্তমা বটিয়াঘাটা উপজেলার বিত্তশলুয়া গ্রামের মহেন্দ্র মন্ডলের মেয়ে। দায়ের কোপে তিলোত্তমার বোন দীপিকা মিস্ত্রী (৪৫) ও দুলাভাই প্রকাশ মিস্ত্রী (৫৮) আহত হয়েছেন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজন ও স্থানীয়রা জানান, তিলোত্তমা বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে অজ্ঞাত কেউ তাদের দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। দায়ের কোপে তিলোত্তমা নিহত হন। তার বোন ও দুলাভাই আহত হন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল বাংলানিউজকে বলেন, আহত প্রকাশের ভাষ্যমতে সৎ ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩ , ২০২১
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।