ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

৯ মাস কারাভোগের পর ২ ভারতীয় নাগরিককে ফেরত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
৯ মাস কারাভোগের পর ২ ভারতীয় নাগরিককে ফেরত স্ত্রী, সন্তান ও পরিবারের স্বজনরা মুক্ত দু’জনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

মৌলভীবাজার: মৌলভীবাজারে সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক দুই ভারতীয় নাগরিককে ৯ মাস কারাভোগের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মৌলভীবাজার জেল সুপার মো.আনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দুই ভারতীয় নাগরিক হলেন- রাজিব দেববর্মা (৩৪) ও গুরুপদ দেববর্মা (৪২)।

জেল সুপার জানান, রোববার (১২ ডিসেম্বর) ওই দু’জনকে কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্ত দিয়ে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ।

ত্রিপুরা রাজ্যের কৈলাশহর ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের স্ত্রী, সন্তান ও পরিবারের স্বজনরা তাদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

মৌলভীবাজার সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ জানান, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার চম্পাহাওড় থানার বিডওয়াবিল গ্রামের বাসিন্দা সুরেশ দেববর্মার ছেলে রাজিব দেববর্মা ও একই গ্রামের বাসিন্দা জোস দেববর্মার ছেলে গুরুপদ দেববর্মা। এ সময় চাতলাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে জেলহাজতে পাঠান। পরে আদালত ৩ নভেম্বর তাদের ৯ মাসের কারদণ্ড এবং ৫শ’ টাকা জরিমানা করেন।  

এরপর থেকে ৯ মাস তারা দু’জন মৌলভীবাজার কারাগারে কারাভোগ করেন। পরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেল সুপার মো. আনোয়ারুজ্জামানের সহযোগিতায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলে দু’দেশের হাইকমিশন আটক রাজিব দেববর্মা ও গুরুপদ দেববর্মাকে ভারতে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়।

প্রত্যাবাসনকালে উপস্থিত ছিলেন- ত্রিপুরা রাজ্যের আদিবাসী কল্যাণমন্ত্রী মেবর কুমার জামাতিয়া, ভারতীয় হাইকমিশন সিলেটের সেকেন্ড সেক্রেটারি শ্রী সঞ্জীব কুমার, মৌলভীবাজার জেলা কারাগারের জেলার আবু মুসা, মৌলভীবাজার সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ, ডিএসবি সদস্য সারোয়ার কবির, পুলিশের এসআই এরশাদুল হকসহ উভয় দেশের ইমিগ্রেশন অফিসার, বিজিবি ও বিএসএফ কমান্ডাররা।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
বিবিবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।