ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাঘের আক্রমণে প্রাণ হারানো ১০ জনের পরিবার পেল ভ্যান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
বাঘের আক্রমণে প্রাণ হারানো ১০ জনের পরিবার পেল ভ্যান 

সাতক্ষীরা: বাঘের আক্রমণে প্রাণ হারানো সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের  ১০ জনের পরিবারকে স্বাবলম্বী করতে মোটর চালিত ভ্যান দেওয়া হয়েছে।  

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়িতে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের সহযোগিতায় এবং ট্রাই ডিজিটালের পর্যবেক্ষণে এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২১ ফান্ডের আওতায় পরিবারগুলোর মধ্যে এসব ভ্যান বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলজি অ্যাম্বাসেডর আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ও এম এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদউজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্র্রাঞ্চের একাউন্টিং অফিসার রেহানউদ্দিন ও ট্রাই ডিজিটালের প্রতিনিধি মাইনুল ইসলাম।

এলজি’র ভেরিফাইড ফেসবুক পেজে দাখিল করা তিন শতাধিক আবেদনের মধ্য থেকে ছয়জনের টেকসই উন্নয়ন আইডিয়া গ্রহণ ও আইডিয়া বাস্তবায়নে এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২১ ফান্ডের আওতায় অর্থায়ন করা হয়। এর মধ্যে সাতক্ষীরার সুন্দরবন উপকূলের বাঘ বিধবা (বাঘের আক্রমণে প্রাণ হারারো ব্যক্তিদের বিধবা স্ত্রী) ও পরিবারের  অন্য সদস্যদের স্বাবলম্বী করার আইডিয়া দিয়ে এলজি অ্যাম্বাসেডর নির্বাচিত হন আব্দুল্লাহ আল মামুন।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।