ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে কারাবন্দীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে কারাবন্দীদের ফাইল ছবি

ঢাকা: দেশের ৬৪ জেলায় ৬৮টি কারাগারে বন্দী সবাইকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছে কারা কর্তৃপক্ষ। এরই মধ্যে সাত হাজারের বেশি বন্দিকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রি. জেনারেল এ এস এম আনিসুল হক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দেশের ৬৮টি কারাগারে থাকা সব বন্দীকে করোনা ভাইরাস প্রতিরোধের টিকা দেওয়া শুরু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত মোট চার দিনে দেশের সব কারাগারে সাত হাজারের বেশি বন্দিকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সিভিল সার্জনের তত্ত্বাবধানে নিয়ম অনুযায়ী বন্দীদের টিকা দেওয়া হচ্ছে। যেসব বন্দীর কাগজপত্র নেই, তাদের টিকা দিয়ে  সনদ দেওয়া হচ্ছে। যদি কোনো  বন্দি প্রথম ডোজ  নেওয়ার পর কারাগার থেকে জামিনে বেরিয়ে যান, তিনি পরে এই কাগজ দেখিয়ে নিয়ম অনুযায়ী দ্বিতীয় টিকা নিতে পারবেন -এরকম ব্যবস্থা করা হয়েছে।

অনেক বন্দীকে সুরক্ষা সেবা রেজিস্ট্রেশন করে টিকা দেওয়া হচ্ছে। এছাড়া যাদের রেজিস্ট্রেশন করা যাচ্ছে না তাদের ওই ব্যবস্থা করে টিকা দেওয়া হচ্ছে।

এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গত দুইদিন যাবত করোনা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম  শুরু হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিকা দেওয়া হয়। দুইদিনে আনুমানিক এক হাজারের মত বন্দীকে টিকা দেওয়া হয়েছে বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার জানান।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।