ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে ৫৩ কেজি গাঁজাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
তাড়াশে ৫৩ কেজি গাঁজাসহ আটক ৪

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ৫৩ কেজি গাঁজাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা।  

সোমবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার খালকুলা এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ গাঁজাসহ তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মানিকপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মনির হোসেন (৩৫), একই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে শাহজালাল (২০), জামালপুর জেলা সদরের জালিয়ার পাড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৬) এবং মেলান্দহ থানার হাজরাবাড়ী গ্রামের মৃত জাফর আলীর ছেলে ছামিউল হক (৩৮)।  

দুপুরের দিকে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খালকুলা বাজার এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে একটি কাভার্ডভ্যানে ৫৩ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় ওই গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।