ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধা জেলা হাসপাতালে তালা ভেঙে ফাইল চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
গাইবান্ধা জেলা হাসপাতালে তালা ভেঙে ফাইল চুরি গাইবান্ধা জেলা হাসপাতালে তালা ভেঙে ফাইল চুরি

গাইবান্ধা: গাইবান্ধা জেলা হাসপাতালে প্রশাসনিক ভবনের অফিস কক্ষের জানালার গ্রিল কেটে ও তালা ভেঙে ফাইলপত্র চুরি করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (১২ ডিসেম্বর) রাতে  এ ঘটনা ঘটে।

ওসি আব্দুর রউফ বাংলানিউজকে জানান, গাইবান্ধা থানা পুলিশ ও রংপুর থেকে আসা সিআইডি পুলিশের যৌথ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা সার্বিক ঘটনাটি তদন্ত করে দেখছেন।

সকালে অফিস খুলতে গিয়ে তালা ভাঙাসহ কক্ষের ফাইলপত্র তছনছ দেখতে পান অফিস সহায়ক আবদুল হান্নান। তাৎক্ষণিক ঘটনার বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়ক ও প্রধান সহকারীকে অবগত করেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্বৃত্তরা রাতের আধারে পেছনের ছাদের ওপরে ওঠে জানালার গ্রিল কেটে ও তালা ভেঙে ভিতরে ঢুকেছে। তারা তিনটি অফিস কক্ষের আলমারির ফাইলপত্র ও তাকে থাকা সব কাগজপত্র তছনছ করে গেছে। তবে কোন কোন ফাইল ও কাগজপত্র তারা নিয়ে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধায়ক ডা. মো. মাহাবুব জানান, এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।