ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ জনসংযোগ সমিতির নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
বাংলাদেশ জনসংযোগ সমিতির নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ জনসংযোগ সমিতির নতুন সভাপতি হিসেবে পিডিবির সাবেক পরিচালক (জনসংযোগ) বজলুল হক রানা ও সোশ্যাল ইসলামী ব্যাংকের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মনিরুজ্জামান টিপু মহাসচিব হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

১১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার আবদুর রশীদ কার্যকরী কমিটির ২৯ সদস্যের নাম ঘোষণা করেন।  

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি-১ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক জনসংযোগ পরিচালক আবুল কাসেম শিখদার, সহ-সভাপতি-২ রাজউকের পরিচালক শাহ আলম চৌধুরী, সহ-সভাপতি-৩ বেপজার জিএম (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, যুগ্ম-মহাসচিব-১ পেট্রোবাংলার ডিজিএম (জনসংযোগ) তারিকুল ইসলাম খান রবিন, যুগ্ম-মহাসচিব-২ ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম, অর্থ সম্পাদক জীবন বীমা করপোরেশনের এজিএম শেখ খায়েরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) সোহেল আহসান নিপু, দপ্তর সম্পাদক এনসিসি ব্যাংকের পিআর ব্র্যান্ড ম্যানেজমেন্ট ইনচার্জ আনোয়ার হোসেন।
এছাড়া, আন্তর্জাতিক সম্পাদক বিএনসিআরসির সিইও এ এইচ এম বজলুল রহমান, যোগাযোগ ও প্রচার সম্পাদক ভাইসব মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সুজন মাহমুদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পিআর অ্যান্ড অ্যাডমিশন পরিচালক মনিরুল ইসলাম রিন্টু, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পিআইডির সিনিয়র তথ্য কর্মকর্তা পাশা মোস্তফা কামাল এবং প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিন মোহাম্মদ গ্রুপের পরিচালক (জনসংযোগ) ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ।

কমিটিতে ১৪ জন কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।  

তারা হলেন- ১. বাউবি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক বদরুল হায়দার চৌধুরী, ২. বিটিসিএলের জিএম (মার্কেটিং অ্যান্ড পিআর) মীর মোহাম্মদ মোরশেদ, ৩. বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) ড. এ কে এম শামসুল আরেফিন, ৪. জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন, ৫. ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি, ৬. ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএম (জনসংযোগ) কামরুল ইসলাম, ৭. এলজিআরডি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী, ৮. ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম, ৯. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) দীন মোহাম্মদ, ১০. ইউনাইটেড ইউনিভার্সিটির উপ-পরিচালক (জনসংযোগ) আবু সাদাত, ১১. বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ, ১২. আইএসপিআর-এর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মি, ১৩. রানার গ্রুপের এজিএম (মিডিয়া অ্যান্ড পিআর) ওয়াহিদ মুরাদ ও ১৪. বিকাশের ম্যানেজার (পিআর এন্ড করপোরেট কমিউনিকেশন্স) রুখসানা মিলি।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।