ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে ট্রাকচাপায় অটোরিকশার চালক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
বিজয়নগরে ট্রাকচাপায় অটোরিকশার চালক নিহত  দুর্ঘটনার পর যানজট সৃষ্টি হয়

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় জালাল মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পশ্চিম এলাকার আক্তার মিয়ার ছেলে।  

পুলিশ জানায়, একটি ফল ভর্তি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটের দিকে যাচ্ছিল। ট্রাকটি পথে সাতবর্গ এলাকায় বিপরীত দিকে থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে অটোরিকশার চালক জালাল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, উল্টে যাওয়া ট্রাকটি মহাসড়কে পড়ে থাকায় যানজট সৃষ্টি হয়েছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।