ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।  

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মোরশেদ বলেন, বেলা ১১টা ৫৫ মিনিটে তাদের কাছে সান্তাহারের একটি কারখায় আগুন লাগার খবর আসে। পরে সেখানে গিয়ে দেখেন বগুড়ার তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ সময় নওগাঁ থেকে আরও চারটিসহ আশপাশের উপজেলার দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আর কেউ হতাহত হয়েছেন কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

আদমদীঘি উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ কর্মকর্তা রুহুল আমীন জানান, সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুসহ কয়েকজন মিলে পৌর এলাকার বশিপুর নামক স্থানে বিআইআরএস নামে প্লাস্টিকের ওই কারখানাটি গড়ে তোলেন। সেখানে প্লাস্টিক থেকে ওয়ানটাইম গ্লাস-প্লেট উৎপাদন করা হতো। কারখানাটিতে শতাধিক শ্রমিক কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর উদ্ধার অভিযান চলছে বলে মন্তব্য করেন তিনি।

কারখানা মালিকদের পক্ষে পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, কারখানায় উৎপাদন চলাকালেই অগ্নিকাণ্ড ঘটে। তবে কীভাবে তা ঘটলো সেটি নিশ্চিত হওয়া যায়নি। প্রায় ৩৫ কোটি টাকার যন্ত্রপাতি ছাড়াও উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামাল সবই পুড়ে গেছে। পুলিশ ও দমকল বাহিনী হতাহতদের উদ্ধার ও মালামাল সরিয়ে নেওয়ার কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১, আপডেট: ১৫৩৪ ঘণ্টা
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।