ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধার নামে ‘শহীদ বাসু স্মৃতিস্তম্ভ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধার নামে ‘শহীদ বাসু স্মৃতিস্তম্ভ’ বীর মুক্তিযোদ্ধা শহীদ বাসু স্মৃতিস্তম্ভ উদ্বোধন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আধুনিকায়ন বীর মুক্তিযোদ্ধা শহীদ বাসু স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা সদর উপজেলার বাসু বাজার এলাকায় স্মৃতিস্তম্ভের নাম ফলক উন্মোচন করা হয়।

এ ফলক উন্মোচন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ।  

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
ডিসি আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক নুর-এ আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন, মুক্তিযোদ্ধা রাজ্জাক হায়দর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন এ সভায়।  

সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।