ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ফেনসিডিলসহ আটক ১

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
বেনাপোলে ফেনসিডিলসহ আটক ১ ফেনসিডিলসহ আটক হোসাইন

বেনাপোল (যশোর): ৭০ বোতল ফেনসিডিলসহ বেনাপোল সীমান্ত এলাকা থেকে হোসাইন (২০) নামে এক জনকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

 

আটক হোসাইন বেনাপোল পোর্ট থানাধীন মষিয়াডাঙ্গা গ্রামের ওসমান গণির ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খড়িডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইকের গতি রোধ করে তল্লাশি করা হয়। এ সময় ছিটের নিচ থেকে ৭০ বোতল ফেনসিডিল জব্দসহ হোসাইনকে আটক করা হয়। মাদক পরিবহন করা ইজিবাইকটির জব্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বাংলানিউজকে জানান, আটক আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার (১৫ ডিসেম্বর) সকালে যশোর আদালতে সোপর্দ করা হবে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।